নিজস্ব প্রতিবেদকঃ

এম এফ এইচ রাজু পিরোজপুর প্রতিনিধিঃ
মানবতার ডাকে সারা দিয়ে এক ঝাঁক তরুন প্রজন্মের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে সেইফ ব্লাড ডোনেট সোসাইটি নামক সংগঠনটি।
এটি একটি সেচ্ছাসেবী সংগঠন। আসুন রক্ত দেই জীবন চাই! আপনার রক্তদানে বাঁচতে পারে একটি প্রাণ, জরুরী মূহুর্তে রক্তের প্রয়োজনে আমরা আছি আপনার পাসে এই স্লোগানকে সামনে রেখে সেইফ ব্লাড ডোনেট সোসাইটি সংগঠনটি পরিচালিত হচ্ছে।
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসকে উপেক্ষ করে শুক্রবার (২৭ আগস্ট) পিরোজপুরের ভান্ডারিয়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বিষয়ে আলোচনা সহ সংগঠনের সদস্যদের আইডি কার্ড ও গেঞ্জি তৈরি বিষয়ে আলোচনা করা হয় এবং প্রতিটি সদস্যদের সংগঠন সম্পর্কিত করণীয় ও বর্জনীয় বিষয় আলোচনা করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সেইফ ব্লাড ডোনেট সোসাইটি সংগঠনের অন্য তম সদস্য সানোয়ার হোসেন, ফয়সাল, সাংবাদিক ফেরদৌস মোল্লা, শামীম হাওলাদার, মারুফ আহম্মেদ, মেজবাহ তালুকদার অপু, মেহেদী হাসান মিরাজ, লামিয়া ইসলাম , বন্না আক্তার, লামিয়া আফরিন, সাদিয়া, হৃদয়, তাহাছিন, জুবায়ের, জহিরুল ইসলাম সুমন,সাকিব, সাব্বির, প্রমুখ।
Leave a Reply