[english_date]।[bangla_date]।[bangla_day]

সরিষাবাড়ীতে হাত বাঁধা অবস্থায় হোটেল শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার।

নিজস্ব প্রতিবেদকঃ

স্বপন মাহমুদ,সরিষাবাড়ী প্রতিনিধি:

 

জামালপুরের সরিষাবাড়ীতে হাত বাঁধা অবস্থায় লিটন মিয়া (২৫) নামে এক হোটেল শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করছে পুলিশ। গত শনিবার(২১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার পৌরসভার শিমলাপল্লী তাডিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিটন মিয়া নারায়ণগঞ্জে নরুল ইসলামের ছেলে। সে তাড়িয়াপাড়া ফুলু মিয়ার বাসায় ভাড়া থাকতেন।

 

স্থানীয়দের সূত্রে জানা যায়, সরিষাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় করম আলীর হোটেলে শ্রমিক হিসেবে কাজ করতেন লিটন মিয়া। সকালে হোটেলে যেতে দেরি করায় নিহতের বাসায় হোটেল মালিক করম আলী গিয়ে ডাকাডাকি করেন। তার কোন সাড়া না পাওয়ায় ঘরের বেড়ার ফাঁকা স্থান দিয়ে তাকালে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। পরে সংবাদ পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এলাকাবাসীর ধারণা মাদককে কন্দ্রে করে দূর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে।

 

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর রকিবুল হক জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। লাশটি ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরন করা হবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *