[english_date]।[bangla_date]।[bangla_day]

শ্যামনগরে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের মৃত্যু বার্ষিকী পালন।

নিজস্ব প্রতিবেদকঃ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা জাতীয় পার্টির আয়োজনে জাতীয় পাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি ও প্রয়াত পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের ৩য় মৃত্যু বার্ষিকী উপলে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান সহ অন্যান্য কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০.৩০ মিনিটে উপজেলা জাপার অফিসে দলীয় পতাকা অর্ধনমিত উত্তোলনের মাধ্যেমে দিনের কর্মসূচি শুরু করা হয়। কোরআন খতম, এরশাদের কর্মময় জীবনী নিয়ে বিকাল ৪টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে আলোচনা শেষে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান করা হয়।
উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এম,কামরুজ্জামানের পরিচালনায় আলোচনাসভায় উপজেলা জাপার সভাপতি এ্যাড.আব্দুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা জাপা নেতা আহম্মদ আলী,আলতাফ হোসেন, আশরাফ হোসেন, মোঃ রফিকুল ইসলাম , ইউনিয়ন জাপা সভাপতি,সাধারণ সম্পাদক সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুল খালেক।

ছবি- শ্যামনগরে জাপার আয়োজনে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *