[english_date]।[bangla_date]।[bangla_day]

শৈলকুপায় ইয়াবা কারবারি আটক।

নিজস্ব প্রতিবেদকঃ

সাইদুর রহমান,ঝিনাইদহ প্রতিনিধি।

ঝিনাইদহের শৈলকুপা জাঙ্গালিয়া (উত্তর পাড়া) গ্রাম থেকে মজিদ মিলিটারি পিতা-মৃত কুদ্দুস
খন্দকার এর মেহগুনী বাগানের সামনে কাচা রাস্তার উপর থেকে ধৃত আসামী মােঃ আনারুল ইসলাম {২৬) পিতা- মােঃ রইচ উদ্দিন মল্লিক সাং-বােয়লিয়া (কারিগর পাড়া) থানা-শৈলকুপা জেলা-ঝিনাইদহ ।

আরো জানা যায়, তার পরিহিত নেভী ব্লু রংয়ের জিন্স প্যান্টের সামনের ডান পকেট হইতে একটি ছেঁড়া DERBY প্যাকেটের মধ্য হইতে ০২ (দুই) টি নীল রংয়ের জিপার প্যাকেটের একটির মধ্য হইতে ২০০ পিচ এবং অন্যটির মধ্য হইতে ১৪০ পিচ মোট (২০০+১৪০)= ৩৪০ পিচ ইয়াবা ট্যাবলেট আসামির নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে এবং পলাতক আসানী ২। মোঃ রশিদ (৪৮) পিতা-মৃত তারা শেখ সাং-গােবরা (কারিগর পাড়া) থানা-কুমারখালী জেলা-কুষ্টিয়া এর ফেলে যাওয়া ০১টি লাল রংয়ের Hero HF-Deluxe 100 CC মােটরাইকেল। ইং ২৭/০৯/২০২২ তারিখ ১৪:৪৫ ঘটিকার সময় জব্দ করা হয়।

এ সংক্রান্তে শৈলকুপা থানার মামলা নং ২৬ তাং ২৭/৯/২০২২ ইং ধারাঃ ৩৬(১) টেবিলের ১০(ক)/৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮; রুজু করা হইয়াছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *