নিজস্ব প্রতিবেদকঃ

সাইদুর রহমানঃ
ঝিনাইদহের শৈলকুপা থেকে মানবশক্তি ফাউন্ডেশন নামের একটি কথিত এনজিও দুই সপ্তাহের ব্যবধানে গ্রাহকের আনুমানিক অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়েছে। ঘটনাটি ঘটেছে শৈলকুপার ১৩ নম্বর উমেদপুর ইউনিয়নের গাড়াখোলা গ্রামে। এর আগে শৈলকুপার পৌর এলাকার কবিরপুরে সিরাক বাংলাদেশ নাম করে অফিস খুলে বসে প্রতারক চক্র। একই কায়দায় গত বছরের আগস্ট মাসে সঞ্চয়ের নামে গ্রাহকদের কোটিখানেক টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়ে যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গাড়াখোলা এলাকায় একটি বাড়িতে মানবশক্তি ফাউন্ডেশন নামে কথিত এনজিও অফিসের সাইনবোর্ড ঝুলছে। তাতে একটি রেজিস্ট্রেশন নম্বরও লেখা আছে। ভবনের প্রধান ফটক তালাবদ্ধ অবস্থায় রয়েছে। কিন্তু নেই অফিসের কর্মকর্তা ও কর্মচারী। প্রতারক চক্ররা দুই সপ্তাহ আগে এই বাড়ির কয়েকটি কক্ষ ভাড়া নেয় বলে জানান এলাকাবাসী। এ ভবনের মালিক শাহিনুর বেগম ঐ গ্রামের বাসিন্দা।
ঐ এনজিও থেকে সহজ শর্তে ঋণ নিতে গিয়ে প্রতারিত হওয়া শৈলকুপা পৌর এলাকার উত্তরপাড়া গ্রামের গিয়াসউদ্দিন জানান, মানব শক্তি ফাউন্ডেশনের ম্যানেজার সায়েম আহমেদ ও ফিল্ড অফিসার রাজু আহমেদ গত মাসের ১৬ তারিখে তাদের এলাকায় আসেন। তারা সহজ শর্তে ঋণ দেওয়ার কথা বলেন। ঋণ নিতে লাখপ্রতি ১০ হাজার টাকা জামানত ছাড়া আর কোনো শর্ত লাগবে না। যে বাড়িতে অফিস সে বাড়ির মালিক শাহীনুর তাদের আশ্বস্ত করেন তার বোনজামাই এ প্রতিষ্ঠানের বড় কর্মকর্তা। এ বিশ্বাসে তিনিসহ ১৫ জন ১০ হাজার টাকা করে সঞ্চয় জমা দেন। সোমবার তাদের ঋণ দেওয়ার কথা ছিল। কিন্তু ঋণ আনতে গিয়ে দেখি এনজিওসহ বাড়ির মালিক পলাতক।
ফুলহরী গ্রামের আজাদ হোসেন বলেন, তার চাচাতো ভাই মিল্টনসহ ৩০/৩৫ জন গাড়াখোলা গ্রামে মানবশক্তি ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠানে ঋণ নেয়ার জন্য প্রত্যেকে ২০ হাজার টাকা করে সঞ্চয় জমা করেন। সোমবার ৫৫ জনকে ১ থেকে ২ লাখ টাকা করে ঋণ দেয়ার কথা ছিল। সোমবার সেখানে গিয়ে দেখা যায়, বাড়ির মালিকসহ এনজিওটি উধাও হয়ে গেছে।
শৈলকুপা উপজেলা পরিষদেও সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি শামীম হোসেন মোল্যা জানান, গাড়াগঞ্জ এলাকা থেকে মানবশক্তি ফাউন্ডেশন নামের একটি এনজিও ঋণ দেয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে ১০ থেকে ৩৫ হাজার টাকা করে নিয়ে উধাও হয়েছে। ক্ষতিগ্রস্তরা তাকে জানালে তিনি ঘটনাস্থলে যান। বাড়ির মালিককে ফোন দিলে বলেন, ঢাকায় আছি। গ্রামে ফিরে কথা বলব।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, সাধারণ মানুষের সঞ্চয় নিয়ে এনজিও লাপাত্তার অভিযোগ নিয়ে কেউ আসেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল লতিফ জানান, মানবশক্তি ফাউন্ডেশন নামে কোনো এনজিওর এ জেলায় কাজ করার অনুমোদন নেই।
Leave a Reply