[english_date]।[bangla_date]।[bangla_day]

শান্তি প্রতিষ্ঠায় নিরলস ভাবে কাজ করছে থানা পুলিশ : ওসি আব্দুল্লাহ আল মামুন

নিজস্ব প্রতিবেদকঃ

শান্তি প্রতিষ্ঠায় নিরলস ভাবে কাজ করছে থানা পুলিশ : ওসি আব্দুল্লাহ আল মামুন

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন, সন্ত্রাস, চাঁদাবাজ ও আধিপত্য বিস্তারকারীরা সমাজের শত্রু, দেশের শত্রু। সমাজের সচেতন মানুষকে সাথে নিয়ে সমাজে বিশৃংখলা সৃষ্টিকারীদের প্রতিহত করে শান্তি প্রতিষ্ঠায় নিরলস ভাবে কাজ করছে শাজাহানপুর থানা পুলিশ। এর ধারাবাহিকতায় বেতগাড়ী বাইপাস এলাকা থেকে সন্ত্রাস ও চাঁদাবাজদের শেকড় উপরে ফেলা হবে। বেতগাড়ী বাইপাস এলাকাকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তোলা হবে। সোমবার বিকেলে (৩ জানুয়ারি ২২) বেতগাড়ী বাইপাস মোড়ে কৈগাড়ী পুলিশ ফাঁড়ি আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

কৈগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈকত হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আল মামুন, শাজাহানপুর থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব সাজেদুর রহমান সবুজ। বাহালুল ইসলাম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক নেতা শাজাহান আলী, আব্দুর রাজ্জাক, সন্ত্রাসীদের নির্যাতনের শিকার হোসেন আলীর মা হাসনা বেগম, বোন রুমা আক্তার প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *