[english_date]।[bangla_date]।[bangla_day]

লালমনিরহাটে জাতীয় পতাকা বিক্রির ধুম

নিজস্ব প্রতিবেদকঃ

লালমনিরহাটে জাতীয় পতাকা বিক্রির ধুম
মোঃ মাসুদ রানা রাশেদ: বিজয়ের চেতনার মাস ডিসেম্বর মাস। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে এটি চুড়ান্ত রুপ ধারণ করে। এ ডিসেম্বর মাসের শুরু থেকেই জাতীয় পতাকা তৈরি ও বিক্রি বেড়ে যায়। ১৬ ডিসম্বের আসতে আর মাত্র ৪দিন বাকি। ফলে লালমনিরহাটে জাতীয় পতাকা বিক্রির ধুম পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, বাড়ির ছাদে, বারান্দায়, ভ্যান, রিক্সা, অটো এমনকি মোটর সাইকেলে উড়ছে লাল-সবুজের জাতীয় পতাকা।

গ্রামে-গঞ্জে, পাড়া-মহল্লা থেকে শুরু করে বিভিন্ন অলিতে-গলিতে মৌসুমী পতাকা বিক্রেতারা হাঁকডাক দিয়ে বিক্রি করছেন বাংলাদেশের জাতীয় পতাকা।

নাম প্রকাশে অনেচ্ছুক মৌসুমী পতাকা বিক্রেতা জানান, প্রতি বছর ১লা ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত জাতীয় পতাকা বিক্রি করে ১৫হাজার থেকে ২০হাজার টাকা আয় করা যায়। আকার ভেদে ১০টাকা থেকে ৩শত টাকা পর্যন্ত পতাকা বিক্রি করছেন তিনি।

জাতীয় পতাকা ক্রেতা লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজের শিক্ষার্থী এস এম হাসান আলী বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে শহীদের ও বীরমুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে জাতীয় পতাকা কিনছি।

বীরমুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমরা মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে এই লাল-সবুজের স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই পতাকা যেন অবমাননা করা না হয়। সেদিকে খেয়াল রাখার জন্য সকলের প্রতি অনুরোধ করছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *