[english_date]।[bangla_date]।[bangla_day]

ময়মনসিংহে উদ্বোধন হলো অনুর্ধ্ব ১৮ জাতীয় মহিলা T-20 প্রতিযোগিতা।

নিজস্ব প্রতিবেদকঃ

ময়মনসিংহে উদ্বোধন হলো অনুর্ধ্ব ১৮ জাতীয় মহিলা T-20 প্রতিযোগিতা।

খালেদ খুররম পারভেজ ময়মনসিংহ, বোধবার ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু সার্কিট
হাউজ মাঠে অনুর্ধ্ব ১৮ জাতীয় মহিলা T-20 ক্রিকেট প্রতিযোগিতা ২০২২ এর উদ্বোধন করেন।

এ সময় মেয়র বলেন,অনুর্ধ্ব ১৮ জাতীয় মহিলা T-20 আয়োজনের জন্য ময়মনসিংহকে বেছে নিয়েছেন তার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও আয়োজক’দের ধন্যবাদ জানান। উপস্থিত নারী ক্রিকেটারদের উদ্দেশ্যে মেয়র টিটু বলেন, আপনাদের দিকে সারা বাংলাদেশ তাকিয়ে আছে। আপনাদের মাধ্যমে দেশ আন্তর্জাতিক অঙ্গণে আরও পরিচিত লাভ করে। তাই, আপনাদের‍ও নিজের সর্বোচ্চটা দিয়ে নিজেকে প্রস্তুত করতে হবে।

ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশীদ,ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান,মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম,ময়মনসিংহ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মমতাজ উদ্দিন, ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধি দীপু রায় চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *