[english_date]।[bangla_date]।[bangla_day]

ময়মনসিংহের ফুলপুরে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত ।

নিজস্ব প্রতিবেদকঃ

আলমগীর ইসলাম
ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি।

ময়মনসিংহের ফুলপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২২ উপলক্ষ্যে “সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন” এই প্রতিপাদ্যের আলোকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র মি. শশধর সেন, ওসি (তদন্ত) আব্দুল মোতালেব চৌধুরী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ ও বিভিন্ন ইউপি সচিববৃন্দ প্রমুখ।ইউএনও শীতেষ চন্দ্র সরকার বলেন, কোন শিশু জন্ম গ্রহণ করলে তার জন্ম তারিখ সঠিক আছে কিনা তা যাচাই করে জন্ম নিবন্ধন করতে হবে এবং অবশ্যই সরকারি নিয়ম অনুযায়ী ৪৫ দিনের মধ্যে শিশুর জন্ম নিবন্ধন করতে হবে। জন্ম নিবন্ধন করা যতটা জরুরী ঠিক তেমনি মৃত্যু নিবন্ধন করা ততটাই জুরুরি। তাই কোন মানুষ মৃত্যুবরণ করলে অবশ্যই তাহার মৃত্যু নিবন্ধন করতে হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *