[english_date]।[bangla_date]।[bangla_day]

মাধবপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও আতশবাজি উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ

মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলার সোনাই ব্রিজের নিচ থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও আতশবাজি আটক করেছে থানা পুলিশ।

বুধবার রাত ১০টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা আটক করে তল্লাশি চালিয়ে ১৮০ বোতল ভারতীয় মদ ও বিপুল পরিমাণ আতশবাজি জব্দ করা হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকার মাঝিসহ ৪-৫ জন চোরাকারবারি পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

উদ্ধারকৃত মদ ও আতশবাজি আনুমানিক মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান জানান, হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদউল্লাহ পিপিএম, বিপিএম এর তথ্য মতে অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত মদ ও আতশবাজি উপজেলার শ্রীধরপুর গ্রামের হাদিস মিয়ার ছেলে কাউসারের। তার সহযোগী একই গ্রামের নৌকার মাঝি আপন মিয়াসহ অজ্ঞাত ৪-৫ নৌকায় করে ভারতীয় মদ ও আতশবাজি একটি চালান মাধবপুরে নিয়ে আসছিল।

এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *