নিজস্ব প্রতিবেদকঃ

সাইদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সাথে দেখা করার উদ্দেশ্যে মেহেরপুর প্রেসক্লাবের সামনে থেকে গত সোমবার (০৩ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য পদযাত্রা শুরু করেন মাসুম পারভেজ বাবুল। তিনি মেহেরপুর পৌর এলাকার বড়বাজার মুখার্জিপাড়ার আব্দুর রব’র ছেলে।
বুধবার সকালে মাসুম পারভেজ বেশ কিছু সময় ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে অবস্থান করেন। তিনি জানান, ২০১৭ সালে একটি জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। বিষয়টি নিয়ে মেহেরপুর-১ আসন থেকে নির্বাচিত বর্তমান সরকারের মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এর মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সহযোগিতা পেয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে সুচিকিৎসার মধ্য দিয়ে সুস্থ্যতা লাভ করেন। অসুস্থ অবস্থায় মনে মনে তিনি ওয়াদা করেন, যদি সুস্থ্য হতে পারেন তাহলে মেহেরপুর থেকে প্রায় ৩’শত কিলোমিটার পাঁয়ে হেঁটে তিনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞাতা প্রকাশ করবেন।পরে তিনি মাগুরার উদ্দ্যেশ্যে রওনা হন।
Leave a Reply