নিজস্ব প্রতিবেদকঃ

মোরেলগঞ্জ প্রতিনিধি।
গত ১৪/০৭/২০২২ বৃহস্পতিবার থেকে জোয়ারের পানির বেস চাপ দেখাগেছে,দিনে ও রাতে দুইবার জোয়ারের পানিতে ডুবছে মোরেলগঞ্জের ২০/২৫ টি গ্রাম।পূর্নীমার জোগার কারনে এপানি বৃদ্ধি পেয়েছে বলে জানান কৃষি কর্মকরতা মোঃমসিউর রহমান।পূর্নীমার পানির কারনে তলিয়ে গেছে মোরেলগঞ্জের পৌরশহর,,কালা চাঁন্দের মাজার,সহ ২০ থেকে২৫ টি গ্রাম,ডুবেগেছে মাছের ঘের,পুকুর।এলাকা ঘুরে দেখাজায় রাস্তার উপর থেকে জোয়ার ভাটার পানি চলাচল করতে।মোরেলগঞ্জ পৌর শহরে হাটু সমান পানি,ঘরথেকে বের হওয়াটাই জেনো অসাভাবিক।এদিকে আমন ধানের বিজ নিয়ে দুর্চিন্তায় দিন পার্ করছে কৃষকেরা।মাঠে আমন ধানের বিজ ফেলার ১৫থেকে২০ দিনের মাথায়ই পানির নিচে ধানের বিজ।এভাবে পানির নিচে বিজ থাকলে নষ্টহয়ে জাবে বিজ,সময় থাকবেনা ধান রোপন করার,পূর্নীমার পানি বৃদ্ধি পাওয়ায় খতিগ্রস্ত হয়েছে অধিকাংশ মানুষ।
Leave a Reply