প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ১১:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২১, ৪:৪৯ পি.এম
নূপুর বাজে মোনের কোণে।
তোমার প্রতিটি চরনে
মোর হৃদয়ে বেজে ওঠে শব্দের ধ্বনি
তুমি তো আজও পড়োনি নূপুর তবে কেনো মোর হৃদয়ে বেজে ওঠে
বেজে ওঠে সেই শব্দের ধ্বনি
তোমার চরনে আমি মুগ্ধ
তোমার চরনে আমি স্তব্ধ
ওগো অপরিচিতা
তুমি তো আজও পড়োনি নূপুর
তবে কেনো এ হৃদয়ের স্পন্দন
আজও কেপে ওঠে, আজও শোনে
সেই শব্দের ধ্বনি
তুমি তো আজও পড়োনি.নূপুর
সম্পাদক ও প্রকাশক: নিবাস ঢালী ।এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।Copyright © 2025 All rights reserved. www.banglarprottoy.com.