[english_date]।[bangla_date]।[bangla_day]

নাটোরের গুরুদাসপুরে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৬।

নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ সোহাগ আরেফিন ( নাটোর জেলা প্রতিনিধি) ।

 

নাটোরের গুরুদাসপুরে কাছিকাটা টোল প্লাজা এলাকায় পিকআপ উল্টে খাদে পড়ে ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ ৮ আগস্ট (শনিবার) দুপুরে নাটোরের গুরুদাসপুরের কাছিকাটা এলাকায় যাত্রী বোঝাই পিকআপ খাদে পড়ে মহিলাসহ ৬ জন নিহত এবং তিন শিশু গুরুতর ভাবে আহত হয়েছে। এছাড়া এসময় আহত আরো ৫জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর উপজেলার নির্বাহী অফিসার তমাল হোসেন।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি যাত্রীবাহী পিকআপ ঢাকার দিকে যাচ্ছিলেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই পাঁচজন এবং হসপিটালে নেওয়ার পথে ১ জন সহ ৬ জন নিহত হন।এসময় গুরুতর আহত আরো ৫ ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরো দুই-একজন বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *