[english_date]।[bangla_date]।[bangla_day]

দামুড়হুদা দর্শনায় ফ্রি-ফায়ার গেমস খেলাকে কেন্দ্র করে নিহত ১।

নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ নাহিদ হাসান দামুড়হুদা উপজেলা প্রতিনিধি

 

দামুড়হুদার দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামে ফ্রি-ফায়ার গেমস্ খেলাকে কেন্দ্র করে এক যুবকের হাতে শহিদুল নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।

শনিবার বেলা ১২ ঘটিকার সময় ঈশ্বরচন্দ্রপুর বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে । জানাগেছে, গ্রামের আমজাদের ছেলে সুজন (১৮) , আশানুরের ছেলে জাকির (১৬) ও শহিদুলের ছেলে ইলফাজ (১৬) মোবাইল ফোনে অনলাইন ভিত্তিক ফ্রি-ফায়ার গেমস্ খেলছিলো।এ সময় খেলা নিয়ে জাকিরের সাথে সুজনের কথা কাটাকাটি হয়।

 

এক পর্যায়ে ইলফাজ জাকিরের পক্ষে কথা বল্লে সুজন ক্ষিপ্ত হয়ে জাকির ও ইলফাজকে মারধর করে । পরে ইলফাজের বাবা শহিদুল (৫৪) প্রতিবাদ করলে সুজন বাসা থেকে ছুরি এনে বাবা শহিদুল ও ছেলে ইলফাজকে ছুরিকাঘাত করে । এতে শহিদুল ও ইলফাজ মারাত্মক ভাবে রক্তাত্ব জখম হয় । আহত শহিদুলকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক শহিদুলকে মৃত্যু ঘোষনা করে । বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার ওসি মাহাব্বুর রহমান কাজল ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *