[english_date]।[bangla_date]।[bangla_day]

ত্রিশালে প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজনে ছাগলের মেলা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদকঃ

ইমরান হাসান বুলবুল, ত্রিশাল(ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতাল দিনব্যাপী এই মেলার আয়োজন করে।

 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হারুন অর রশিদের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মতিন সরকার। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, ত্রিশাল পৌরসভা ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মেহেদী হাসান নাসিম।

এরপর ব্ল্যাক বেঙ্গল ছাগলের মেলা উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, কাউন্সিলর মেহেদী হাসান নাসিম, ভেটেনারি সার্জন ডা. তানজিলা ফেরদৌসী, লাইভস্টক এক্সটেনশন অফিসার ডা শর্মিষ্ঠা ভট্টাচার্য, ডা.মুরাদ মোর্শেদ। আলোচনা অনুষ্ঠান শেষে খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *