[english_date]।[bangla_date]।[bangla_day]

ঢাকাস্থ চাঁদপুর আইনজীবী কল্যাণ সমিতির স্বাস্থ্য সুরক্ষা সামগ্রি প্রদান।

নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ রিফাত পাটোয়ারী চাঁদপুর জেলা প্রতিনিধিঃ

 

ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতির পক্ষ থে‌কে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি ও চাঁদপুর ২৫০ শয্যা জেনা‌রেল হাসপাতা‌লের মা‌ঝে ৮‌টি অ‌ক্সি‌জেন সি‌লিন্ডার, ৪ হাজার মাক্স, পি‌পিসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রি প্রদান করে। ।

 

১৮ আগষ্ট বুধবার সকাল ১১ টায় চাঁদপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়ত‌নে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন বার সভাপতি আ্যাড.আহসান হা‌বিব।

 

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপ‌তি অ্যাড. জ‌হিরুল ইসলা‌মের প‌রিচালনায় আ‌রো বক্তব্য রা‌খেন ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতির সভাপ‌তি ‌জেস‌মিন সুলতান,অ‌তি‌রিক্ত জেলা প্রসাশক(সার্বিক) না‌সিম স‌রোয়ার, সিনিয়র আইনজীবী ফজলুল হক সরকার,চাঁদপুর সিনিয়র আইনজীবী রুহুল আ‌মিন সরকার, চাঁদপুর সরকারি হাসপাতা‌লের আরএমও ডা.সুজাদৌল্লা রু‌বেল,চাঁদপুর প্রেসক্লা‌বের সভাপতি ইকবাল হো‌সেন পাটওয়ারী,

 

বক্তারা ব‌লেন,‘ চাঁদপু‌রে ক‌রোনা প‌রি‌স্থিতি খারাপ হওয়ায় আমরা চাঁদপু‌রের আইনজীবী‌দের জন্যে স্বাস্থ্যে সুরক্ষা সামগ্রী নি‌য়ে উপস্থিত হয়েছি। সবাই স্বাস্্যেবিধি মে‌নে চলার চেষ্টা কর‌বো বি‌শেষ ক‌রে সব সময় মাক্স প‌রিধান কর‌বো।’

 

এসময় উপ‌স্থিত ছি‌লেন সরকা‌রি কৌশলী অ্যাড.রণজিৎ রায় চৌধুরী, চাঁদপুর আইনজবী স‌মি‌তির সাধারণ সম্পাদক অ্যাড.আব্দুল আল মামুন,

অ্যাড.বিনয় ভূষণ মজুমদারসহ চাঁদপুর জেলা আইনজীবী স‌মি‌তির নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

 

এছাড়ারও ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যাল সমিতির প‌ক্ষে উপ‌স্থিত ছি‌লেন অ্যাড.জাহাঙ্গীর হো‌সেন দুলাল, ন অ্যাড.জিসান মাহমুদ, অ্যাড.মো.শ‌ফিক, অ্যাড.বিল্লাল হো‌সেন লিজন, অ্যাড.মো.আহসানুল হক টিটু, অ্যাড.শরীফুজ্জামান সংগ্রাম, অ্যাড.খা‌লেদ মোশারফ রিপন, অ্যাড. ইমরান হো‌সেন রু‌মেল ও ব্যারিস্টার বাবর প্রমূখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *