[english_date]।[bangla_date]।[bangla_day]

ঝিনাইদহ ভেটেনারি কলেজ জিএসকে হামলার ঘটনায় ২ জন গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদকঃ

সাইদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে দুই ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত ও সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গেল রাতে সদর উপজেলার কোরাপাড়া এলাকা থেকে নয়ন মিয়া ও স¤্রাট জোয়ার্দ্দার নামের দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুইজনকে মামলার অন্যতম আসামী।

উল্লেখ্য-গত শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে সরকারী ভেটেরিনারী কলেজ ছাত্র সংসদের জিএস সজীবুল হাসানসহ ২ জনকে কুপিয়ে যখম করে তার প্রতিপক্ষরা। হামলাকারীদের থেকে বাঁচতে মোটরসাইকেল যোগে পালানোর সময় দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় শনিবার বিকেলে হামলায় আহত সরকারী ভেটেরিনারী কলেজ ছাত্র সংসদের জিএস সজীবুল হাসান বাদি হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০ জনকে আসামী করে সদর থানায় মামলাটি দায়ের করে।

ঝিনাইদহ সদর থানা ওসি শেখ সোহেল রানা জানান, হামলার ঘটনায় মামলা হয়েছে। দুই জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যজনদের গ্রেফতারে পুলিশ কাজ করছে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *