নিজস্ব প্রতিবেদকঃ

মাসুদ মির্জা।
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে গরীব-দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৫ আগষ্ট সকাল ১২টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক , টেকনাফ, শাহপরীরদ্বীপ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় গরীব-দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। শাহ্ পরীর দ্বীপ বিওপির আওতাধীন এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠান সীমান্তর বিওপির মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর লেঃ মুহতাসিম বিল্লাহ শাকিল অপস অফিসার টেকনাফ ব্যাটালিয়ন(২বিজিবি) সাথে শাহপরীর দ্বীপ ক্যাম্প কমান্ডার মোঃ হোসাইন।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই কর্মসূচীর আওতায় অত্র ব্যাটালিয়নের আওতাধীন শাহ্ পরীর দ্বীপ এ১৫০ পরিবার মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ###
Leave a Reply