[english_date]।[bangla_date]।[bangla_day]

ছুরিকাঘাতে যুবক আহত: গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদকঃ

ছুরিকাঘাতে যুবক আহত: গ্রেফতার ৪

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে পূর্ব শত্রুতার জের ধরে উপর্যুপরি ছুরিকাঘাতে নাজমুল হক (৩৫) নামের এক যুবককে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় ১৯ ব্যক্তির বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা দায়ের হয়েছে। থানা পুলিশ ৪ আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। আহত নাজমুল হক আশেকপুর পশ্চিমপাড়া গ্রামের মোহসিন আলী প্রামাণিকের ছেলে।
গ্রেফতারকৃতরা হলো আশেকপুর মন্ডলপাড়া গ্রামের মোতালেবের ছেলে মাহমুদুল হাসান (২২), আলহাজ্ব আব্দুল বারীর ছেলে তানভীরুল কবির তুহিন (৩৭), আব্দুর রাজ্জাক ওরফে লাল মিয়ার ছেলে আব্দুর রাশেদ (২০) এবং আব্দুর রহিমের ছেলে হাসিবুল হাসান জিতু (২২)। মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর আশেকপুর পশ্চিমপাড়া গ্রামে নিজ বাড়ির পাশে নিজেদের জমির মধ্যে দাঁড়িয়ে সমবয়সী ভাই-ভাতিজাদের সাথে কথাবার্তা বলছিল নাজমুল হক। একপর্যায়ে রাত সোয়া ৮টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন ঘটনাস্থলে হাজির হয় এবং গালিগালাজ করতে থাকে। নাজমুল হক প্রতিবাদ করলে তার উপর প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয় এবং লাঠিশোটা ও বার্মিজ চাকু দিয়ে তার উপর হামলা চালায়। এতে নাজমুল হকের নাড়িভুরি বের হয়ে আসে। স্থানীয়দের সহায়তায় গুরুতর অবস্থায় স্বজনেরা আহত নাজমুলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় নাজমুল হকের বাবা মোহসিন আলী প্রামাণিক বাদি হয়ে এজাহার নামীয় ১৩ জন সহ মোট ১৯ ব্যক্তির বিরুদ্ধে শনিবার শাজাহানপুর থানায় মামলা দায়ের করেছেন।
শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ্ আল মামুন মামলা দায়ের এবং ৪ আসামীকে গ্রেফতার পূর্বক আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *