[english_date]।[bangla_date]।[bangla_day]

গজারিয়ায় বিনামূল্যে ৫০০ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করলো চাঁদের আলো ফাউন্ডেশনের।

নিজস্ব প্রতিবেদকঃ

ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ

গজারিয়া উপজেলা রক্তের গ্রুপ জানুন, প্রয়োজনের সময় জীবন বাঁচাতে সাহায্য করুন’ এ স্লোগানকে সামনে রেখে গজারিয়ায় চাঁদের আলো ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

 

গজারিয়ায় চাঁদের আলো ফাউন্ডেশনের নামে সামাজিক সংগঠনের উদ্যোগে শনিবার (২৮আগস্ট) সকাল ১০ টায় থেকে দুপুর ১টা এপর্যন্ত

ভাটেরচর দে এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ সময় বিনামূল্যে ৫ শতাধিক মানুষের রক্ত গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি সুবিধাভোগিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

 

ফাউন্ডেশনের সভাপতি হালিম দেওয়ান ও সাধারণ সম্পাদক মাসুম শিকদার কার্যক্রম পরিচালনা করেন।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাখাওয়াত হোসেন, ডিজিএম রূপালী ব্যাংক ও সভাপতি ভাটেরচর দে এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়। প্রধান শিক্ষক শাহজাহান সিকদার কো-অপ্ট সদস্য সিরাজুল ইসলাম মেম্বার, অভিভাবক সদস্য মিন্টু খন্দকার, আবুল কালাম মকবুল হোসেন,

সার্বিক সহযোগিতা করেন রাসেল খন্দকার, চেয়ারম্যান, মেসার্স আর,এম এন্টারপ্রাইজ।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন চাঁদের আলো ফাউন্ডেশনের অর্থ বিষয়ক সম্পাদক, ফারজানা আক্তার, শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবা আক্তার নিপা,মোঃ মাঈন শিকদার, নাজমুল মোল্লা, শাহাদাত হোসেন,রেদওয়ান খন্দকার, সজল, সৌরভ, ওহিদুল প্রমুখ। সংগঠনটি প্রায় ৫০০ শতাধিক ছোট বড় বৃদ্ধ নারী পুরুষের রক্তের গ্রুপ নির্ণয় করে।

 

রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা সুবিধাভোগীরা রতন আহমেদ বলেন, অন্যান্য জায়গায় রক্তের গ্রুপ নির্ণয় করতে টাকা পয়সা দিতে হয়। গজারিয়ায় চাঁদের আলো ফাউন্ডেশনের ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় করে দিচ্ছে। গজারিয়ায় চাঁদের আলো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সহ সকল সদস্যদের ধন্যবাদ জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *