[english_date]।[bangla_date]।[bangla_day]

কয়রা উপজেলা নির্বাহী অফিসারের সাথে তিয়ানশি বাংলাদেশ কোং লি- এর কয়রা অফিসের প্রতিনিধিদের মতবিনিময় ।

নিজস্ব প্রতিবেদকঃ

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা(খুলনা)সংবাদদাতাঃ

কয়রা উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সাথে তিয়ানশি বাংলাদেশ কোং লিঃ কয়রা অফিসের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ আগষ্ট বেলা ১১.৩০ টার সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কয়রার টিয়েন্স গ্রুপ লিডারেদর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় কোম্পানির পরিচিতি এবং সেবা সমূহ, সরকার কর্তৃক কোম্পানির ব্যাবসায়িক অনুমতি, বিএসটিআই ও পরমাণু কমিশন কর্তৃক অনুমোদিত কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট ও তার উপকারিতা সম্পর্কে ফলপ্রসূ আলোচনা হয়। উক্ত মতবিনিময় সভায় ইউএনও মহোদয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর ও প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করেন তিয়ানশি বাংলাদেশ কোং লিঃ- এর কয়রা অফিস প্রোপ্রাইটর ৭* লিডার রামপ্রসাদ সরদার ও ৬* লিডার সাংবাদিক অরবিন্দ কুমার মণ্ডল।
সভায় উপস্থিত ছিলেন, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হারুন অর রশিদ, সহ-সভাপতি সাংবাদিক মনিরুজ্জামান মনু, কোম্পানির কয়রা অফিসের ৬* লিডার কৃপাসিন্ধু মুণ্ডা, ৬* লিডার রাজেন কুমার মণ্ডল, ৫ * লিডার মুসলিমা খাতুন, প্রধান শিক্ষক মাখন লাল মণ্ডল, ৪* লিডার আবু সালেহ প্রমুখ।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ- ২২/০৮/২১ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *