[english_date]।[bangla_date]।[bangla_day]

করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ রাঙ্গামাটি

নিজস্ব প্রতিবেদকঃ

করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ রাঙ্গামাটি

নিজস্ব প্রতিবেদক।।
রাঙ্গামাটি ও ঢাকা জেলাকে করোনা সংক্রমণের উচ্চ ঝুকিপূর্ণ হিসেবে চিহিৃত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া গ্রীন জোন বা অপরিবর্তিত কম ঝুঁকিতে রয়েছে ৫৪ জেলা। গত এক সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বাড়ছে প্রতিদিন। সেই সঙ্গে বাড়ছে শনাক্তের হারও। সর্বশেষ ২৪ ঘণ্টায় (গত সোমবার সকাল ৮টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৫৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ জনের। এক দিনের ব্যবধানে দেশে শনাক্ত করোনা রোগী বেড়েছে ২২৭ জন। আগের দিন শনাক্ত হয়েছিলেন ২ হাজার ২৩১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, রাজধানী ঢাকায় করোনা সংক্রমণের হার ১২ দশমিক ৯০ শতাংশ। রাঙ্গামাটিতে করোনা সংক্রমণের হার ১০ শতাংশ।

এছাড়া হলুদ জোন বা অপরিবর্তিত মধ্যম ঝুঁকিতে রয়েছে দেশের সীমান্তবর্তী জেলা যশোর, রাজশাহী, দিনাজপুর, লালমনিরহাট, নাটোর ও রংপুর।

রাঙ্গামাটি- ১২/০১/২২ ইং

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *