[english_date]।[bangla_date]।[bangla_day]

আমতলীতে করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা অমান্য করায় ২৩ জনকে জরিমানা।

নিজস্ব প্রতিবেদকঃ

আমতলীতে করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা অমান্য করায় ২৩ জনকে জরিমানা।
মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলীতে সরকারি নির্দেশনা অনুযায়ী মরনঘাতি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি বিধি নিষেধ না মানা ও জনসচেতনতা বাড়াতে মোবাইল কোর্টের মাধ্যমে ২৩ জনকে জরিমানা করা হয়েছে।

আজ (রবিবার) সকাল ১০ টার দিকে আমতলী উপজেলা ও পৌর শহরের বিভিন্ন সড়কে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল ইসলামের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। মুখে মাস্ক ব্যবহার না করা, সরকারী বিধি নিষেধ না মানা এবং জনসচেতনতা বাড়াতে পথচারী, যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠানের ২৩ জনকে জরিমানা করেন। পরে তিনি পথচারী ও সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল ইসলাম বাপ্পি বলেন, জনসচেতনতা বাড়াতে এবং করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে। তাই সকলকে করোনা সংক্রমন প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *