[english_date]।[bangla_date]।[bangla_day]

আনোয়ারায় টিকা নিতে এসে ভোগান্তিতে শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদকঃ

আনোয়ারায় টিকা নিতে এসে ভোগান্তিতে শিক্ষার্থী

শেখ আবদুল্লাহ
আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি

টিকা নিতে গিয়ে নানামুখী ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। টিকাকেন্দ্রে গিয়ে প্রচণ্ড ভিড়ের কারণে একদিকে যেমন স্বাস্থ্যবিধি লঙ্ঘনের মুখে পড়তে হচ্ছে, পাশাপাশি দীর্ঘসময় দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা।
আনোয়ারায় চরম দুর্ভোগ ও ভোগান্তিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ২৩ হাজার ৪৯৫জন শিক্ষার্থীকে উপজেলা পরিষদে এসে নিতে হচ্ছে করোনার টিকা। এই কেন্দ্র ছাড়া শিক্ষার্থীর জন্য নেই আর কোনো কেন্দ্র।
গত সোমবার প্রথম ধাপে ১২ থেকে অনূর্ধ্ব ১৮ বছর বয়সী ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ফাইজারের টিকা প্রদান শুরু হয়েছে। উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ ও এই টিকা সংরক্ষণের মতো ফ্রিজ না থাকায় শিক্ষার্থীদের উপজেলা পরিষদে এসে টিকা নিতে হচ্ছে বলে জানান উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। এতে চরম দুর্ভোগে পড়েছে হাজার হাজার শিক্ষার্থী।

সরেজমিনে জানা গেছে, উপজেলার ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে হাতেগোনা কয়েকটি ছাড়া বাকি সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা নিতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। উপকূলীয় ও উপজেলার দূরবর্তী যেসব প্রতিষ্ঠান রয়েছে সেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপজেলা পরিষদে আসতে বেশি হয়রানিতে পড়ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাহিদ মোহাম্মদ সাইফ উদ্দীন বলেন, উপজেলার স্কুল ও কলেজের ১২ থেকে ১৮ বছরের সব শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। ফাইজারের এসব টিকা ফ্রিজে সংরক্ষণ করতে হয়। তাই সব শিক্ষার্থীকে উপজেলা পরিষদে এসে টিকা নিতে হবে এমনটাই সিদ্ধান্ত হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *