স্বপন রবি দাশ,নবীগঞ্জ (হবিগঞ্জ)থেকেঃ
হবিগঞ্জ জেলার নবীগঞ্জে উপজেলার টিম লিডার স্বপন রবি দাশ এর নেতৃত্বে করোনা সচেতনতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবীগঞ্জ ইউনিট এর কার্যক্রম অব্যাহত রয়েছে। আজ শনিবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে শুরু হওয়া কোভিড-১৯ টিকাদান কর্মসূচি সফল করতে বাংলাদেশ রেড ক্রিসেন্টের হবিগঞ্জ জেলা ইউনিটের সিলেট বিভাগের যুব প্রধান আশীষ কুমার কুরি দাদা এর নির্দেশনায় সরকারের স্বাস্থ্য বিভাগের সাথে সম্মিলিত ভাবে কাজ করছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা। রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা টিকা নিতে আসা ব্যক্তিদের নিবন্ধন, টিকাদান কেন্দ্রে সামাজিক দূরত্ব বজায় রাখা ও টিকা নিতে আসা ব্যক্তিদের মাস্ক ব্যবহার নিশ্চত করণ, টিকা প্রদান কারী স্বাস্থ্যকর্মীদের সহায়তা প্রদান করেন। হবিগঞ্জ ইউনিটের উদ্যোগে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ ইউনিট শাখার একাধিক টিম বিভিন্ন জেলা, উপজেলার বিভিন্ন স্থানে কাজ করছেন।
Leave a Reply