ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা ধীন চর রমজান বেগ এলাকার মো. আলমগীর হোসেন (৪২) নামে এক জেলে আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহত মো. আলমগীর হোসেন ওই এলাকার মান্নান খাঁনের ছেলে।
গেল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সোনারগাঁও থানার চরকিশোর গঞ্জ গ্রামের বাতেন সরকারের বাড়ির সামেন সন্ত্রাসীদের হামলার শিকার হন তিনি।
স্থানীয় ও আহত ব্যক্তির পরিবার সুত্রে জানা যায়,
পার্শ্ববর্তী সোনারগাঁও থানার চরকিশোর গঞ্জ গ্রামের চিহ্নিত সন্ত্রাসী মো. ইউসুফ মিয়ার ছেলে আবু সাঈদ(২৭) তার নেতৃত্বে অনেক দিন ধরেই মেঘনা নদীতে জেলেদের কাছ থেকে চাঁদা তুলে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে সন্ত্রাসী চাঁদা দাবি করলে মো. আলমগীর হোসেন এর প্রতিবাদ করে। এরই জের ধরে মো. আলমগীর হোসেন বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ি থেকে চর কিশোর গঞ্জ বাজারে যাওয়ার পথে আবু সাঈদের নেতৃত্বে ৪/৫ জন সন্ত্রাসীরা তার পথ রোধ করে ধারালো ক্ষুর দিয়ে তার বুক জখম করে। এসময় মো.আলমগীর হোসেন দৌড়ে পালিয়ে রাস্তার পাশের পুকুরে ঝাঁপ দেয়। আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন পুকুর থেকে মো.আলমগীর হোসেন কে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইছ উদ্দিন জানান, ঘটনার এলাকা যেহেতু সোনারগাঁও থানায়, ঔ থানায় অভিযোগ দায়ের করতে হবে।
Leave a Reply