হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের অলিপুর এলাকায় রুদ্রজিৎ দে (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।
রুদ্রজিৎ দে মৌলভীবাজার জেলার রাজনগর এলাকার কামাল চাকি গ্রামের রতিশাল দে’র ছেলে।
জানা যায়, শায়েস্তাগঞ্জের অলিপুরে একটি কোম্পানির পাশ্ববর্তী কলোনিতে রুদ্রজিৎ নামে ওই বসবাস করে আসছে। গত ৩ মাস আগে সে ওই কোম্পানির চাকরি ছেড়ে দেয়। সকালে তার রুমের দরজা বন্ধ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে দরজা খুলে ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করে।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আনিসুজ্জামান এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত যৃবকের মরদেহের পাশ থেকে ইয়াবাসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত নেশার কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Leave a Reply