মোঃ মাসুদ রানা রাশেদ:
সোমবার (১ নভেম্বর) সকাল ১০টা ৩০মিনিটে যুব উন্নয়ন অধিদপ্তর লালমনিরহাটের আয়োজনে জাতীয় যুব দিবস-২০২১ উদযাপন উপলক্ষে যুব ঋণ, সনদপত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা, বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী। বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর লালমনিরহাটের উপ-পরিচালক আব্দুল মজিদ প্রমুখ। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহসভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান, সদস্য আতিকুর রহমান কুদ্দুসসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply