মোঃ আতিকুল ইসলাম ,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রোববার (১৫ই) আগস্ট সকাল ১০ টায় রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁর রুহের আত্মার মাগফিরাতে দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুল জলিল আকন্দ, বিদ্যালয়টির সভাপতি দেবাশীষ কুমার গোস্বামী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ সহকারী শিক্ষক/শিক্ষিকাসহ সকল ছাত্র ছাত্রী। আরো উপস্থিত ছিলেন সাংবাদিক রেজাউল করিম খান, সাংবাদিক পারভেজ সরকার সহ আরো অনেকে। সবার উপস্থিতিতে দোয়া মাহফিল পরিচালনা করেন সহকারী শিক্ষক শাহীনুর আলম (শাহীন)।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বক্তব্যে বলেনঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা,স্বপ্নদ্রষ্টা এবং স্বাধীনতার রুপকার। তিনি শুধু বাঙ্গালীর নয়,ভারতীয় উপমহাদেশের একজন অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব।
Leave a Reply