রামগড় প্রতিনিধি ।
খাগড়াছড়ি রামগড় পৌরসভার নির্বাচনে প্রার্থীদের প্রচার প্রচারণা জমে উঠেছে।জনগনের রায় পেতে মাঠ ঘাট প্রান্তর চষে ভোটারদের বাড়ি বাড়ি ছুটে চলছেন প্রার্থীরা। সকাল থেকে গভীর রাতেও ভোটারের বাড়িতে প্রচারণায় ব্যাস্ত থাকতে দেখা যায় প্রার্থী ও সমর্থকদের।
শুক্রবার পৌরসভার ১,২,৩,৪ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়,রাস্তায় রাস্তায়, পাড়ার মোড়ে,চা দোকানে বিভিন্ন প্রার্থীর পোস্টা ব্যানার ঝুলছে। ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নুর আলম শরীফ পায়ে হেঁটে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করছেন এবং জনগণকে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহবান জানান।২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শ্যামল ত্রিপুরা ভোটারদের বাড়ি বাড়ি ছুটে চলছেন । ৩ নং ওয়ার্ডের কাউন্সিল প্রার্থী জিয়াউল হক জিয়া ঘরে ঘরে গিয়ে দোয়া নিচ্ছেন। ৪ নং ওয়ার্ডের কাউন্সিল প্রার্থী আনোয়ার তারেক সুমন কর্মীদের সাথে নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।প্রচারণায় পিছিয়ে নেই নারী কাউন্সিলর প্রার্থীরা।রিয়া শীল পিংকি ও শিল্পি রানী দেবী কেও প্রচারণায় দেখা যায়।
৩ নং ওয়ার্ডে কাউন্সিলর বিষ্ণু বলেন,অতিতে জনগণের জন্য কাজ করেছি,আশা করি জনগণ ভোট দিয়ে আবারও আমাকে নির্বাচিত করবে।
জিয়াউর রহমান বলেন, ভোটের শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে। প্রচারণায় জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। (ইনশাল্লাহ)
আনোয়ার তারেক সুমন বলেন,জনগণ সুযোগ দিলে সম্প্রীতি বজায় রেখে এলাকার উন্নয়নে আত্মনিয়োগ করতে চাই।
আগামী ২ রা নভেম্বর ইভিএম পদ্ধতিতে এই প্রথম রামগড় পৌরসভায় ভোট হতে যাচ্ছে।পৌরসভায় নয়টি ওয়ার্ডে প্রায় ভোটার ২২ হাজার ৪৭ জন।তন্মধ্যে পুরুষ ১১ হাজার ৫৬৩ ও মহিলা ১০ হাজার ৪৮৪ জন।
Leave a Reply