মোঃ মেহেদী হাসান নিয়াজ, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে বিদ্যুৎ চুরির দায়ে শহিদুজ্জামান শহিদ নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার দুপুর ১২টার দিকে পৌরসভার বয়রাতলা এলাকার বাসিন্দা শহিদকে হাতেনাতে ধরে ফেলেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হাসান।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ মোরেলগঞ্জ জোনাল ডিজিএম এবিএম মিজানুর রহমান বলেন, পুলিশের সহযোগীতায় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা শহিদের বাসভবনে অভিযান চালায়। এসময় তার বাড়িতে বৈধ বিদ্যুৎ সংযোগের পাশাপাশি একটি অবৈধ বিদ্যুৎ সংযোগ ধরা পড়ে।পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত ব্যক্তিকে বিদ্যুৎ চুরির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
Leave a Reply