মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ মাদক মামলায় দুইবছরের সাজাপ্রাপ্ত আসামি চাঁন মিয়াকে (৬০) গ্রেপ্তার করেছে।
রোববার (২৯ সেপ্টেম্বর) ভোরে ভারতীয় সীমান্তবর্তী আলীনগর গ্রামে একটি দোকান ঘরে এস আই আবুল কাশেম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ধৃত চাঁন মিয়া উপজেলার ধর্মঘর ইউনিয়নের আলীনগর মোড়াবাড়ি গ্রামের ছদু মিয়ার ছেলে।
মাধবপুর থানার অফিসার ইনর্চাজ কেএম আজমিরুজ্জামান জানান, ২০১৪ সালের একটি মাদক মামলায় ব্রাহ্মণবাড়িয়ার জুডিশিয়াল ম্যাজিস্টিট ৪র্থ আদালতের বিচারক ২০১৯ সালের ৯ এপ্রিল মাদক মামলায় চান মিয়াকে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এর পর থেকেই চান মিয়া গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যায়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সীমান্তবর্তী আলীনগর গ্রামের একটি দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply