মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে আজ ২৫ এপ্রিল লীডফার্মার উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্টিত হয়েছে। এতে ভাল মানের ঔষধ দ্বারা চিকিৎসা,দক্ষ চিকিৎসক তৈরী,এন্টিবায়টিকের যথেচ্ছা ব্যবহার, লীড ফার্মার কয়েকটি প্রোডাক্টের গুণগত মান ও কার্যকারিতা সম্পর্কে আলোচনা করা হয়। মোঃ ইছাক মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লীড ফার্মার ঢাকা বিভাগের এরিয়া ম্যানেজার মোঃএনামূল হক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবিরাজ সাংবাদিক বিপ্লব আচার্য্য সুজন।এ ছাড়া লীড ফার্মার হবিগঞ্জের ম্যানেজার মোঃ ফোরকান মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ডাঃ বিপ্লব আচার্য্য, রাজিব রায়, আঃ রহিম খন্দকার, আনোয়ার হোসেন, শাহিন আলম,আবিদ আলী, শুভ আচার্য্য প্রমূখ। অনুষ্টানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, লীড ফার্মার এমপিও নিউটন দাশ।
Leave a Reply