মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ,প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালিন পরিচালনা কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলী পাঠানের মৃত্যুতে স্মরন সভা ও দোয়া মাহফিল করেছে প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়।
সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা রতি রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মারন সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সুকোমল রায়, মনোজ কুমার মোদক, প্রধান শিক্ষক মুছা মিয়া, প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান, সহকারী শিক্ষক অলিউর রহমান, মরহুমের জৈষ্ঠ পুত্র সামসুল ইসলাম পাঠান পিন্টু প্রমুখ।
Leave a Reply