মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় সুমন মিয়া (৫০) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সকাল ১১ টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর পৌর শহরের ফায়ার সার্ভিস এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন মিয়া উপজেলার বড়ধলিয়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে।
মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম জানান, ওইদিন সুমন মিয়া ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে মাধবপুর বাজারে আসার পথে উলেখিত স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন সুমন মিয়াকে মাধপবুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করলে পথিমধ্যেই দুপুর ২ টার দিকে তিনি মারা যান।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতলে প্রেরণ করেছে।
Leave a Reply