মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে হীড বাংলাদেশ ও লেপ্রসী মিশনের উদ্যোগে ২৬ জানুয়ারী রবিবার বিভিন্ন অনুষ্টানের মধ্য দিয়ে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে।
এবারের প্রতিপাদ্য বিষয় ছিল,”প্রতিবন্ধিতা ও বৈষম্যহীন স্বদেশ কুষ্ঠ মুক্ত হোক আমাদের বাংলাদেশ”।এতে হবিগঞ্জ জেলার হীড বাংলাদেশ কুষ্ঠ রোগ টিম লিডার রতীশ রঞ্জন দেব (অপু)এর পরিচালনায় রেলী ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
আলোচনা সভায় বক্তাগন বলেন,কুষ্ঠ অতি প্রাচীন রোগ হলেও এটি কোন অভিশাপ নয়।সঠিক সময়ে চিকিৎসা নিলে ভাল হয়।তবে এটি সম্পর্কে আমাদের আরো সচেতন হতে হবে।
হীড বাংলাদেশ বিমল ভিন সেন্ট ম্রং এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,ডাক্তার শওকত আলী,বিশেষ অতিথি ছিলেন,সাংবাদিক বিপ্লব আচার্য্য সুজন,প্রধান শিক্ষক বিশ্বজিত মুন্ডা,চা বাগান সভাপতি লক্ষীরাম মুন্ডা।
স্কুল শিক্ষিকা সুমা তন্তবায়,রূপালী কৈরী,সুভাবতি কৈরী,শেপালী মুন্ডা,নার্স ডলি বেগম,মামনি যাদব,শ্যামলী মুন্ডা,হিসাব রক্ষক নিশিথ সরকার,দুলাল হালদার,কুষ্ঠ কর্মী সনা রবিদাস,নৃপেন্দ্র পাল সহ চিকিৎসা সমাপ্ত রোগীরা উপস্থিত ছিলেন।পরে আপ্যায়নের মাধ্যমে অনুষ্টান শেষ হয়।
Leave a Reply