মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘরের দুর্গাপুর এলাকা থেকে ইয়াবাসহ অটোরিকশা চালক মুখলেছুর রহমানকে (৩০) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে বিজিবি হরষপুর বিওপির সুবেদার জাকিদুল ইসলামের নেতৃত্বে বিজিবির সদস্যরা উপজেলার দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে ১৬৭ পিছ ইয়াবাসহ তাকে আটক করে।
আটককৃত ব্যক্তি দুর্গাপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে।
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদুর রশীদ এর সত্যতা নিশ্চিত করে জানান আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply