মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার নবাগত ইউএনও তাসনূভা নাশতারান এর সাথে মত বিনিময় করেছেন। বৃহষ্পতিবার দুপুরে তার কার্যালয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। তার বক্তব্যে তিনি বলেন সাংবাদিকরা সমাজের বিবেক, তাদের মাধ্যমে সমাজের বিভিন্ন অসংগতি ও অনিয়ম দেশ ও জাতি জানতে পারে। মাধবপুরে যেকোন অনিয়মের বিরুদ্ধে সাংবাদিকদের সাথে নিয়ে আমরা কাজ করে যাব। মত বিনিময় সভায় প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন রোকন উদ্দিন লস্কর, শংকর পাল সুমন, আলাউদ্দিন আল রনি, আইয়ুব খান, হীরেশ ভট্টাচার্য্য হিরো, রাখাল দে, জামাল মোঃ আবু নাসের, মিজানুর রহমান, আবুল হোসেন সবুজ, রাজীব দেব রায় রাজু, কেএম শামছুল হক, বিপ্লব আচার্য্য সুজন, বিকাশ বীর,আবুল খায়ের, অলিদ মিয়া, একরামুল আলম লেবু, সুব্রত দেব, আলমগীর কবির প্রমুখ।
Leave a Reply