মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর পৌর শহরে মারিয়া আক্তার রূপা নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।৮ মার্চ রোববার বিকেলে পৌর শহরের ৪ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকার বাবুল হোসেনের মেয়ে প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী মারিয়া আক্তার রূপা পরিবারের সকলের অগোচরে বাসার ভিতর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর সত্যতা নিশ্চিত করেছেন।তবে, প্রাথমিক অবস্থায় আত্মহত্যার কারণ জানা যায়নি।
Leave a Reply