মোঃ রিফাত পাটোয়ারী (মতলব দক্ষিণ) প্রতিনিধিঃ
মতলব পৌরসভার ৬নং ওয়ার্ডের উত্তর নলুয়া বাইপাস সড়কে সড়ক দুর্ঘটনায় ৫ আগস্ট দুপুরে বিএইচএম আব্দুল্লাহ (২৬) নামের এক সাংবাদিক মারা গেছে।
সে অনলাইন নিউজ পোর্টাল ইউনানি কণ্ঠের মতলব দক্ষিণ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।সে পৌরসভার উত্তর নলুয়া গ্রামের মোঃ আলী দেওয়ানের ছেলে।
এলাকাবাসী ও পরিবার জানায়, আজ সকাল ৭ টার সময় তার খামারের ছাগলের ঘাস ( কলাপাতা) কাটতে বাড়ির উত্তরে বাইপাস সড়কে পাশে যান। এক পর্যায়ে ভীমরুল দেখে কামড়ের ভয়ে সড়কের মাঝে চলে আসে। এ সময় পশ্চিম দিক থেকে আসা একটি দ্রæতগতির সিএনজি তাকে চাপা দেয়। এতে সে পা এবং মাথায় গুরুতর আঘাত পায়। এ সময় সিএনজি’ র যাত্রী ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে মতলব সরকারি হাসপাতালে নিয়ে আসে। আহতের অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা সদর হাসপাতালে পাঠান। সদর হাসপাতালে তার অবস্থার অবনতি ঘটে। তখন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে ঢাকায় নিয়ে যাওয়ার সময় গৌরীপুর (দাউদকান্দি) নামক স্থানে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
নিহত আব্দুল্লাহর বন্ধু মোঃ হাবীব জানান, ও খুব ভদ্র ও শান্ত স্বভাবের ছিল। আমরা একসাথে চাঁদপুর সরকারি কলেজ থেকে মাস্টার্স করেছি। একাধিক অনলাইন পোর্টালে সাংবাদিকতার পাশাপাশি সাবরেজিস্টার অফিসে দলিল লেখকদের দলিল টাইপের (কম্পিউটার অপারেটর হিসেবে) কাজ করতো।
সম্ভাবনাময় এই তরুণ সাংবাদিকের এই অকাল মৃত্যুতে তার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চার ভাই এক বোনের মধ্যে সে তৃতীয় ছিল। ছেলের এমন মৃত্যুতে মা ফাতেমা বেগম বার বার অজ্ঞান হয়ে পড়ছেন। তার আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠেছে।
আজ বৃহস্পতিবার বাদ মাগরিব উত্তর নলুয়া সামাজিক মসজিদ মাঠ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
Leave a Reply