নিজস্ব প্রতিবেদকঃ
এম আহসানুর রহমান ইমন: যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আধুনিক বেনাপোল গড়ার রূপকার একজন রুচি পূর্ণ মানুষ জননন্দিত মেয়র আশরাফুল আলম লিটন এর দিক নির্দেশনায় , করোনা ভাইরাস সচেতনতার বৃদ্ধির লক্ষ্যে শার্শা উপজেলার প্রতিটি ইউনিয়নে এ লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ালীগ তৃণমূল কর্মী পরিষদ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক আফজাল হোসেন সনি, যশোর জেলা আওয়ামীলীগ সাংস্কৃতিক ফোরাম (আসাফো) যশোর জেলা শাখা সিনিয়র সহ-সভাপতি বকুল হক, বাংলাদেশ আওয়ামী লীগ সাংস্কৃতিক ফোরাম (আসাফো) সাংগঠনিক সম্পাদক জাকির হোসাইন, যশোর জেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) কার্যকরী সদস্য জনাব জাকির আলম, ও বাংলাদেশ আওয়ামী লীগ তৃণমূল কর্মী পরিষদ যশোর জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক আসিফ রিজভী তনি সহ আরো অনেকেই।
এ সময় যশোর জেলা আওয়ামী লীগ তৃণমূল কর্মী পরিষদের সাধারণ সম্পাদক আফজাল হোসেন সনি বলেন প্রিয় দেশবাসী, সবার কাছে বিশেষ অনুরোধ – জ্বর, ঠান্ডা,কাশির রোগীরা বাসায় বসে চিকিৎসা নিন… হোম কোয়ারেন্টাইনে থাকুন….সদর হাসপাতালে বা চেম্বারে ভীড় করে অন্যদেরকে ঝুঁকির মুখে ফেলবেন নাহ।ঘরে অবস্থান করুন, প্রচুর পানি পান করুন, সবুজ ফলমূল খান, মাস্ক ব্যবহার করুন, হ্যান্ডশেক, কোলাকুলি থেকে বিরত থাকুন।
পরিষ্কার – পরিচ্ছন্নতা বজায় রাখুন,
ইনশাআল্লাহ এমনিতেই সেরে যাবে, রোগ যাতে না ছড়ায় সেদিকে খেয়াল রাখুন, রোগ প্রতিরোধ করুন।
Leave a Reply