১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ।৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ।শুক্রবার

বকশীগঞ্জে ইউপি নির্বাচনে সহিংসতার ঘটনা নিয়ে এসপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

বকশীগঞ্জে ইউপি নির্বাচনে সহিংসতার ঘটনা নিয়ে এসপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা করেছেন জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।
সোমবার দুপুর ১ টায় মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পুলিশের উদ্যোগে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম রাসেলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে এসময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম স¤্রাট, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ আলী, শিক্ষক রাজিউল হাসান লাভলু , মজনু মাষ্টার প্রমুখ।
মতবিনিময় সভায় এসপি নাছির উদ্দিন আহমেদ জানান, নির্বাচনের দিন যারা পুলিশের গাড়ি পুড়িয়েছে তাদের ছাড় দেওয়ার সুযোগ নেই। তবে নিরীহ কোন ব্যক্তিকে পুলিশ অযথা হয়রানি করবে না । সেদিন দুষ্কৃতিকারীদের ভাল মানুষরা যদি সহিংসতা করতে বাঁধা দিতেন তাহলে এ পরিস্থিতি হতো না। নিরপরাধ কোন ব্যক্তি যদি এখনো ঘরের বাইরে থাকেন তাহলে আপনাদের অনুরোধ করছি আপনারা ঘরে ফিরে আসুন।
আপনারা আমাদের সহযোগিতা করুন। যারা অপরাধ করেছে তাদের ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করা হবে। আমি আশ্বস্ত করে বলছি যারা এঘটনার সাথে জড়িত নয় তাদেরকে হয়রানি করা হবে না।
পাশাপাশি যদি কোন ব্যক্তি আপনাদের সরলতার সুযোগ নিয়ে অর্থ হাতিয়ে নিতে চায় তাহলে আমাকে জানান পুলিশ ওই দুষ্টু চক্রকে আইনের আওতায় আনবে।
উল্লেখ্য গত ৫ জানুয়ারি মেরুরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে একটি পক্ষের লোকজন পুলিশের ওপর হামলা চালায় এবং পুলিশের পিকআপ ভ্যান ও ৩ টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এঘটনায় মেরুরচর, ভাটি কলকিহারা, ফকির পাড়া ও বাঘাডুবা গ্রামের নামীয় ৯২ জন ও অজ্ঞাত ১৬০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে পুলিশ। এরপর থেকে এসব এলাকার মানুষ বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যায়। স্থানীয় পুলিশের উদ্যোগে নিরপরাধ ব্যক্তিদের ঘরে ফিরতে একাধিকবার সভা করা হয়।
***
বকশীগঞ্জে সম্মানী ভাতা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করলেন বীর মুক্তিযোদ্ধা আফসার আলী
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা দুস্থ ও অসহায় শিক্ষার্থীদের মাঝে বিতরণ করলেন বীর মুক্তিযোদ্ধা আফসার আলী।
সোমবার দুপুরে বকশীগঞ্জ সরকারি গণগ্রন্থাগারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩২ জন শিক্ষার্থীর মাঝে সম্মানী ভাতার অর্থ বিতরণ করা হয়।
নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা।
বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর সভাপতিত্বে এসময় সহকারী কমিশনার (ভূমি)¯িœগ্ধা দাস, উপজেলা কৃষি কর্মকর্তা মো.আলমগীর আজাদ, বীরমুক্তিযোদ্ধা আমিনুল হক, সহকারী লাইব্রেরিয়ান মাহমুদা আক্তার, বকশীগঞ্জ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলমগীর কবির আলমাছ, উপজেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ,প্রভাষক মোসাদ্দেকুর রহমান মানিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছরের জুলাই থেকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ হাজার টাকা থেকে ২০ হাজার করলে বকশীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আফসার আলী ভাতার টাকা প্রতি মাসে অসহায় , দুস্থদের মাঝে বিলিয়ে দেওয়ার ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় প্রতি মাসেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর মাঝে ভাতার টাকা বিতরণ করে যাচ্ছেন তিনি।

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ, জামালপুর
০১৯১৭৫০০৫০৯
১৭.০১.২০২২ইং

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নীলাকাশ টুডের সম্পাদক মোঃ নুরুজ্জামানের সড়ক দূর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) রাত সাড়ে দশটায় শ্যামনগর উপজেলা সদরের নিকবর্তী গোপালপুর সড়কে কুলখালী নামক স্থানে দূর্ঘটনাটি ঘটে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায় রাত সাড়ে দশটায় নিজ বাইসাইকেল যোগে নিজ বাড়ী উপজেলার নুরনগর ইউপির নুরনগর গ্রামের উদ্দেশ্যে রওনা হন। এ সময় গোপালপুর মুক্তিযোদ্ধা সড়কে কুলখালী নামকস্থানে নির্মানাধীন বক্স কালভার্টের গর্তে সাইকেল সহ পড়ে যান। নির্মানাধীন বক্স কালভার্টের বাহিরে বের হওয়া লোহার রড তার মাথায় ছিদ্র হয়ে ঢুকে যেয়ে এক পাশ থেকে অপরপাশে বের হয়ে যায় পর স্থানীয়রা শ্যামনগর উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আনিছুর রহমান মৃত বলে ঘোষণা করেন।

শ্যামনগর প্রেসকাবের সাবেক সভাপতি আকবর কবীর বলেন কিছুদিন পূর্বে এই বক্স কালভার্ট তৈরী করতে যেয়ে একই সড়কে মোমিন মল্লিক নামে এক শ্রমিক মারা যান। তিনি আরও বলেন  নির্মানাধীন বক্স কালভার্টের  ঠিকাদার হিসাবে কাজ করছেন এস এম আবুল বাসার।

নীলাকাশ টুডের সম্পাদক মোঃ নুরুজ্জামানের মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা প্রেসকাবের আহবায়ক শেখ আফজালুর রহমান সহ সকল সাংবাদিকবৃন্দ, সুন্দরবন প্রেসকাবের সাংবাদিকবৃন্দ প্রমুখ।

ছবি- নিহত নীলাকাশ টুডের সম্পাদক মোঃ নুরুজ্জামান।

রনজিৎ বর্মন
তাং-২৭.৭.২৪

নীলাকাশ টুডের সম্পাদক নুরুজ্জামান সড়ক দূর্ঘটনায় নিহত।