স্টাফ রিপোর্টার॥
খিলগাঁওয়ের মাদক সম্রাট নূর মোহাম্মদের দায়ের করা ৫৭ ধারার মিথ্যা মামলায় গ্রেপ্তার সপ্তাহিক তদন্ত চিত্রের ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক জিয়াউর রহমানকে জামিনে মুক্তি দিয়েছেন বিজ্ঞ উচ্চ আদালত। আজ দুপুর ১ টার দিকে এই জামিন আদেশে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত লাভ করেন।
উল্লেখ্য, গত ৩০ই জুলাই ২০১৮ সোমবার বিকেল ৪.৩০ ঘটিকায় পত্রিকা অফিসে পুলিশ আকস্মিকভাবে সন্ত্রাসী স্টাইলে এ হামলা চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং অফিসের সব প্রয়োজনীয় কাগজপত্র, ৫০০০ কপির অধিক পত্রিকা ও কম্পিউটার সহ অফিসের প্রায় সব কিছু জব্দ করে নিয়ে যায় পুলিশ। এসময় উপস্থিত অন্য দুই সাংবাদিককে চরম অসম্মান করে খিলগাঁও থানার পুলিশের এস আই তুহিন ও মাসুদ। এসময় পুলিশের সাথে থাকা কিছু সন্ত্রাসী ছেলেদের সম্পর্কে জানতে চাইলে তাদেরকেও পুলিশ বলে পরিচয় দেয় এসআই মাসুদ। পরে থানায় খোজ নিয়ে জানা গেছে তারা কেউই পুলিশ নয়,বরং এরা থানার চিহিৃত দালাল ও এলাকার নামকরা সন্ত্রাসী।
সাংবাদিক জিয়াউর রহমান তার পাশে থাকার জন্য সকল সহকর্মী গণমাধ্যম বন্ধুদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন
Leave a Reply