চুকনগর/ডুমুরিয়া প্রতিনিধি ।
খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ডুমুরিয়া থানা এলাকা হতে ২০ (বিশ) টি বন্যপ্রানী জীবিত কচ্ছপ, যার ওজন অানুমানিক ১৬ (ষোল) কেজি উদ্ধারসহ ০২ (দুই) জন গ্রেফতার।
খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃতে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক সংগীয় অফিসার ও ফোর্সসহ ডুমুরিয়া থানা এলাকায় অভিযান পরিচলনা কালে ০৬ই আগস্ট সোমবার সকাল ০৯.২০ মিনিটে দুইজন ব্যক্তির দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে ডুমুরিয়া
পূর্ব কানাইডাঙ্গা গ্রামস্থ জনৈক বাপ্পীর মৎস্য ঘেরের সামনে অবৈধভাবে বন্যপ্রাণী জীবিত কচ্ছপ ক্রয়-বিক্রয় চলছে।
এসময় এসআই/ইন্দ্রজিৎ মল্লিক ০৬ই আগস্ট সকাল ১০.২০ টার সময় ডুমুরিয়া থানাধীন পূর্ব কানাইডাঙ্গা গ্রামস্থ জনৈক বাপ্পীর মৎস্য ঘেরের সামনে পাঁকা রাস্তার উপর থেকে উপজেলার আমড়বুনিয়া গ্রামের ফনিভূষন রায়ের পুত্র
১। সুজন রায় (৩৫)ও পাইকগাছা উপজেলার মঠবাটি গ্রামের সুকুমার সরকার এর পুত্র ২।শংকর সরকার ওরফে (বাবু) (৪২)কে
তাদের হেফাজতে থাকা একটি (ছালার বস্তা) থেকে ছোট বড় মিলে মোট ২০ টি (বিশ) টি বন্যপ্রাণী জীবিত কচ্ছপ উদ্ধার করেন। উক্ত বন্যপ্রাণী জীবিত কচ্ছপ উদ্ধার সংক্রান্তে ঐদিনেই সকাল ১০ টা ৪৫মিনিটে জব্দতালিকা মূলে জব্দ করে আসামীদ্বয়ের বিরুদ্ধে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক, জেলা ডিবি, খুলনা বাদী হয়ে ডুমুরিয়া থানার মামলা নং- ০৫, তারিখ- ০৬/০৮/২০২১ খ্রিঃ, ধারা- ১৯২৭ সালের বন আইন এর ২৬ (১ক) (চ) তৎসহ বন্যপ্রানী সংরক্ষন ও নিরাপত্তা আইন ৬(১)/৩৪ (খ) ধারায় মামলা দায়ের করেন।এক নাম্বার আসামী সুজন রায় এর নামে আগে থেকে ০১ টি বন আইন ও বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলা রয়েছে।
Leave a Reply