মোঃ জাকির হোসেন জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি ।
মৌলভীবাজারের জুড়ীতে নির্মাণাধিন বিল্ডিংয়ের কাজের সময় ছাদ থেকে রশি ছিড়ে পড়ে সুমন বিশ্বাস (২৮) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (৪ আগষ্ট) সকাল ৯ টায় উপজেলার উত্তর ভবানীপুর গ্রামে।
জানা গেছে, উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের বিজন বিহারী ভট্রাচার্য্যের নিমার্ণাধীন ৪ তলা বিল্ডিংয়ের ৩ তলায় পশ্চিম জুড়ী ইউনিয়নের কৃঞ্চনগর গ্রামের বাবু লাল বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাস রশি ঝুলিয়ে ইলেক্ট্রিক ও পাইপ ফিটারের কাজ করছিল।
হঠাৎ রশি ছিড়ে সে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ওই ব্যক্তি মারাত্মক আহত হয়। আহত অবস্থায় তাকে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তা প্রেরক
মোঃ জাকির হোসেন
জুড়ী মৌলভীবাজার
মোবাইল ০১৭৮৩১৯৩৮৮৮
তারিখ ৪/৮/২০২১ইং
Leave a Reply