কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
দীর্ঘ দুই মাস করোনা আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন কলকাতার মেডিকা হাসপাতালে ভারতের বিশিষ্ট তবলা শিল্পী শ্রী শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় আজ দুপুরে তিনি জীবন যুদ্ধে হার মেনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল, ৫৪,বৎসর। তিনি করোনা আক্রান্ত হওয়ার আগে দুই ডোজ ভ্যাকসিন নিয়েছিলেন। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে সকলের ছেড়ে চলে গেলেন অজানা দেশের উদ্দেশ্যে। তিনি ভারতের শুধুমাত্র তবলা শিল্পী হিসেবে পরিচিত ছিলেননা। তার তবলা সারা বিশ্বের কাছে তারিফ লাভ করে। তিনি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তবলা শিল্পী হিসেবে সঙ্গীত সম্মান ও মহা সঙ্গীত সম্মান পুরস্কার লাভ করেন। তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ও ভারতের লোকসভার বিরোধী দলের নেতা শ্রী অধীর চৌধুরী এবং পশ্চিম বাংলার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং বলিউড ও টলিউড সিনেমা জগতের সাথে যুক্ত অভিনেতা ও সঙ্গীত শিল্পীরা।।
Leave a Reply