জামিন পেলেন ব্যারিস্টার মঈনুল
রাজনৈতিক প্রতিবেদকঃ
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন মানহানির দুই মামলায় জামিন পেয়েছেন। রংপুর ও জামালপুরে দায়ের হওয়া ওই দুই মামলার কার্যক্রম স্থগিত করে নথি তলব করেছেন আদালত।
বুধবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
মামলা দুটি বাতিল চেয়ে আবেদনের শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মো. মাসুদ রানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খুরশীদ আলম।
এর আগে ৮ নভেম্বর মানহানির এই দুই মামলা বাতিল চেয়ে মইনুল হোসেনর পক্ষে হাইকোর্টে আবেদন করা হয়।
গত ১৬ অক্টোবর একাত্তর টেলিভিশনে একটি টক শোতে নারী সাংবাদিক মাসুদা ভাট্টির করা এক প্রশ্নের জবাবে রেগে যান ব্যারিস্টার মইনুল হোসেন। এসময় ব্যারিস্টার মইনুলের করা এক মন্তব্যে তোলপাড় সৃষ্টি হয়।
এই বক্তব্য প্রত্যাহার করে মইনুল হোসেনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বক্তৃতা-বিবৃতি দেয় বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।
এরপর রংপুরে করা মানহানির মামলায় ২২ অক্টোবর রাত পৌনে ১০টার দিকে রাজধানীর একটি বাসা থেকে মইনুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। আদালতে নিয়ে জামিন আবেদন জানালে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
Leave a Reply