মোঃ মোজাম্মেল হোসাইন রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি ।
স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে খাগড়াছড়ির রামগড় উপজেলার ৫০ টি গরীব, দুঃস্থ, অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়েছে রামগড়স্থ ৪৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অধিনায়ক লে: কর্ণেল আনোয়ারুল মাজহার পিএসসি।
রবিবার সকাল সাড়ে দশটায় রামগড় ব্যাটালিয়ন সদরে এসব পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেন তিনি।বিতরণকৃত ফুড প্যাকেজে ছিল চাউল, ডাল, চিনি, আটা,তৈল,ও লবণ। বিতরণ শেষে অধিনায়ক সাংবাদিকদের বলেন, সীমান্ত সুরক্ষার পাসাপাশি বিজিবি সবসময়ই দু:স্থ ও অসহায় মানুষের পাশে দাড়িয়েছে।আর্ত সামাজিক উন্নয়নে বিজিবির সহায়তা কার্যক্রম চলমান রয়েছে । তিনি আরো বলেন, বিজিবি সবসময় মাদক, চোরাচালান রোধে জিরু টলারেন্স নীতিতে রয়েছে। তথ্য দিয়ে সহায়তা করার জন্য সাংবাদিকদের প্রতি আহবানও জানান।
Leave a Reply