ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা বিবাহের অনুষ্ঠানের আয়োজন বন্ধ করে দিয়েছেন সহকারি কমিশনার (ভূমি) সৈয়দা ইয়াসমিন সুলতানা । বুধবার (০৪ আগষ্ট ) সকাল ১১টা উপজেলার গজারিয়া ইউনিয়নের উত্তরফুলদী গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, লকডাউন উপেক্ষা করে উত্তরফুলদী গ্রামের মো লোকমান হোসেন মেয়ের বিবাহের অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সকালে ওই বাড়িতে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে আয়োজনে যোগ দেয়া অতিথিরা পালিয়ে যায়। পরে বাড়িতে গিয়ে সব আয়োজন বন্ধ করে দেয় এসিল্যান্ড। এদিকে লকডাউন বাস্তবায়নে প্রতিনিয়ত অভিযানের অংশ হিসেবে স্বাস্থ্যবিধি না মানা ও অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) সৈয়দা ইয়াসমিন সুলতান জানান, করোনা ভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করতে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। তবুও যারা সরকারি আদেশ অমান্য করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন দুলাল মেম্বার ও করোনা প্রতিরোধে ওয়ার্ডে সাধারন সম্পাদক ওজিদুর রহমান।
Leave a Reply